2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যোগী সেনার একদল গুন্ডা বাহিনীর দারা আক্রমের শিকার সাংবাদিক অঞ্জন দেব

পারুল প্রকাশনীর সামনে নিউজ কভার করতে গিয়ে যোগী সেনার একদল গুন্ডা বাহিনীর দারা আক্রমের শিকার সাংবাদিক অঞ্জন দেব,উল্লেখ্য এদিন পারুল প্রকাশনীর ডিরেক্টর জয়জিৎ সাহা নিজের ফেইসবুক একাউন্ট থেকে সামাজিক মাধ্যমে ভারত মাতার একছবিকে নিয়ে যখন যোগী সেনার প্রকাশনীর সামনে ঘেরাও করে তখন সাংবাদিক অঞ্জন দেব ছবি তুলতে গিয়ে যোগী সেনার একদল গুন্ডা বাহিনীর দারা আক্রান্ত হতে হয়। পরবর্তীতে এনিয়ে একটি মামলা দায়ের করা হয় পশ্চিম থানায়। বিগত দিনেও কাজকরতে গিয়ে এমন বাধাপ্ৰাপ্তির শিকার হতে হয়েছে সাংবাদিকদের। তবে একটি দৃষ্টান্ত মুলোক সাজা হউক এটাই স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট দাবী একাংশ সংবাদ মহলের কর্মীদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service