2024-09-20
agartala,tripura
রাজ্য

সঠিক পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৫ শে মে উদয়পুরের রাইয়া বাড়িতে বর্বররোচিতভাবে উচ্ছেদ হওয়া সাতটি মুসলিম পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ সুষ্ঠুপুনর্বাসন দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে চারটি বামপন্থী সংগঠন ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউসিআই, সি পি আই এম এল এবং গণমঞ্চ। রবিবার এক সাংবাদিক বৈঠকে সংগঠনগুলোর পক্ষে সুব্রত ভৌমিক জানান, রাইয়া বাড়ীর অন্যান্য মুসলিম পরিবারদেরও সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। পাশাপাশি রাজ্যের কোথাও কাউকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। এই দাবিতে প্রয়োজনে সারা রাজ্যে গণ আন্দোলন গড়ে তুলবে চারটি বামপন্থী সংগঠন। প্রসঙ্গত সংগঠনগুলির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছেও তাদের দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service