জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে বিশ্বজুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হবে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আয়োজন করা হয় এক বাইসাইকেল র্যালীর । হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে রেলির সূচনা করেন বন দপ্তরের সচিব কে এস সেট্টি । উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি ডঃ বিশু কর্মকার সহ অন্যান্যরা । এদিন এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল মানুষকে পরিবেশ রক্ষা সম্বন্ধে সচেতন করে তোলা । তাছাড়া এইবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল “say no to plastic”। পরিবেশকে বাঁচাতে হলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন, বন দপ্তরের সচিব কে এস শেট্টি ।
রাজ্য
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাইসাইকেল রেলি
- by janatar kalam
- 2023-06-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this