2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গনে ব্যবস্থা করা হয় কোভিদ কেয়ার সেন্টার পরিদর্শনে গেলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার

আগরতলার প্রধান রেফারেল হাসাতাল জীবি ও আই জি এম হাসপাতালে করোনা রোগীদের বিশেষ সুযোগ সুবিধা থাকলেও, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গনে ব্যবস্থা করা হয় করোনা রোগীদের জন্য কোভিদ কেয়ার সেন্টারের. আজ সেই সেন্টার পরিদর্শনে গেলেন এলাকার বিধায়িকা মিমি মজুমদার, এদিন বিধায়িকা বক্তব্য রাখতে গিয়ে সেন্টারে মজুত সব ধরণের সুযোগ সুবিধার পাশাপাশি মনোরঞ্জনের জন্য দেওয়া টিভি ও কেরাম বোর্ডের কথা তুলে ধরেন তিনি. তাছাড়া কর্তব্যরত যে ৪৫ জন টি এস আর বাহিনী রয়েছে তাদের জন্য ও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service