2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উনকোটি জেলার উন্নয়নে নজর মন্ত্রী টিঙ্কু রায়ের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ঊনকোটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর্থিক সহায়তা করেছে। পর্যটন কেন্দ্রটি সরোজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী টিংকু রায়। ঊনকোটি জেলার উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। জেলার কোন কোন বিষয়গুলোর উপর অগ্রাধিকারের ভিত্তিতে বেশি গুরুত্ব দিতে হবে এ নিয়ে শনিবার ঊনকোটি জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক রিভিউ মিটিং। মিটিংয়ে পৌরহিত্য করেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী এদিন ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করে কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাথে চিকিৎসা পরিষেবা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শীঘ্রই হাসপাতালের চিকিৎসক সংকট মোচনের উদ্যোগ গ্রহণ করবে। মন্ত্রী এদিন শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শনে যান। সেখানে সরকারী উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে উন্নয়নের পরিকাঠামো গুলিকে খতিয়ে দেখেন। বলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় নব রূপে সাজিয়ে তোলা হবে ঊনকোটিকে। যাতে করে পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করে তুলতে পারে এই পর্যটন কেন্দ্রটি।এদিন জেলার উন্নয়নে আয়োজিত রিভিউ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ঊনকোটি জেলা চিফ মেডিকেল অফিসার জেভি ডারলং,সহ রোগী কল্যাণ সমিতির নবনিযুক্ত সদস্যগণ ও পি ডব্লিউ ডি, ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service