জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন বিকাশে এবং পর্যটকদের টানতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলীর নামে সিলমোহর দেবে বোর্ড অফ ডিরেক্টরস। পরে গ্রহণ করানো হবে কেবিনেট সিদ্ধান্ত। তারপরই রাজ্যে আসবেন সৌরভ গাঙ্গুলী, জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডিরেক্টরসদের ৩৫ তম বৈঠক। গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে পর্যটকদের টানতে ব্র্যান্ড এম্বাসেডর করা হবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। শনিবার আয়োজিত বোর্ড অফ ডিরেক্টরসদের ৩৫ তম বৈঠকে এ বিষয়ে সীলমোহর দেওয়া হবে। পরবর্তীকালে মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।তারপরেই সৌরভ গাঙ্গুলী রাজ্যে এসে চুক্তিপত্র সম্পাদন করবে। মন্ত্রী আরও জানান, রাজ্যের পর্যটন বিকাশে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সে বিষয়েও ৩৫ তম বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। ত্রিপুরা রাজ্য সরকার ও পর্যটন দপ্তর চাইছে রাজ্যে পর্যটনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে। যাতে করে বৃহৎ অংশের বেকারদের কর্মসংস্থান করা যায়। এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন উন্নয়ন দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।
রাজ্য
ঢেলে সাজানো হবে পর্যটন স্থানগুলিকে : পরিবহন মন্ত্রী
- by janatar kalam
- 2023-06-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this