2024-12-13
agartala,tripura
রাজ্য

গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দপ্তরের কাজে আরও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পরামর্শ খাদ্য মন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ দুপুরে সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে রাজ্যের ৮টি জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের সাথে সম্পৃক্ত আধিকারিকদের সাথে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভিডিও কনফারেন্সে উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন খাদ্যসামগ্রীর স্টক সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই খাদ্য দপ্তরের গুদাম গুলোতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্টক মজুদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজারগুলোতে সরেজমিনে মনিটরিং করার জন্য আধিকারিকদের নির্দেশ প্রদান করেন। খাদ্য মন্ত্রী সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে দপ্তরের কাজে আরও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পরামর্শ দান করেন। আজকের এই ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খাদ্য ও জনসংভরণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, উপ-অধিকর্তা অভিজিৎ বিশ্বাস, সুব্রত মজুমদার সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service