জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপরা মথায় নতুন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর জোর দিয়েছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। এক বার্তায় প্রদ্যুৎ কিশোর দলের সমস্ত বিধায়ক, ইএম, এমডিসি, ব্লক, জেলা, জোনাল এবং সাব-জোনাল নেতা সহ সমস্ত দলীয় যোদ্ধা এবং নেতাদের বার্তা দিয়ে বলেন, দলে নতুন শক্তি আনার সময় এখনি! এছাড়াও একই বার্তা দিয়েছে ওয়াইটিএফ, টি ডব্লিউ এফ, টি সি এফ এবং টি আই এস এফ যোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে উল্লেখ করেছে প্রদ্যুৎ কিশোর !আরওএকধাপ এগিয়ে প্রদ্যুৎ বলেন “আপনাদের আন্দোলন আমাদের জনগণের জন্য”….এটা নিয়ে কোন আপস নয়।
রাজ্য
আন্দোলনে নামার আহ্বান প্রদ্যুতের
- by janatar kalam
- 2023-06-02
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this