2024-12-16
agartala,tripura
রাজ্য

নিগম এলাকায় পানীয় জলের সংকট ডেপুটেশন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রাম পাহাড় নয় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে খুদ আগরতলা পুর নিগম এলাকায়। পুর নিগমের ১১,-১২ ও ১৩ নং ওয়ার্ডে পানীয় জল সরবরাহে তালবাহানা শুরু হয়েছে। আগে যেখানে সকালবেলা দেড় ঘন্টার উপরে জল সরবরাহ করত, সেখানে বর্তমানে এক ঘন্টাও ঠিক করে জল আসে না। তাও জলের স্পিড একেবারেই কম। বিকালবেলা প্রায়ই জল সরবরাহ বন্ধ থাকছে। এ নিয়ে তীব্র খুব প্রকাশ করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ভাটি অভয়নগর অঞ্চল কমিটি। তাদের অভিযোগ পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছেনা নিগম এলাকায়। প্রায়ই জলের মধ্যে শেওলা ভাসতে দেখা যায়।কোনও কোন সময় একেবারেই নোংরা জল ফাইভের নল দিয়ে আসছে। যা মানুষ ব্যবহারের অউপযোগী। এ নিয়ে শুক্রবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি দাসগুপ্তের কাছে ডেপুটেশন প্রদান করেছেন নারী সমিতি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service