2024-12-16
agartala,tripura
রাজ্য

ভারত মাতার ছবির সাথে বানরের ছবি যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে ক্ষোভ যোগী সেনার.

অভিযোগ রাজধানীর বনেদি পুস্তক ব্যবসায়ী প্রতিষ্ঠান পারুল প্রকাশনীর ডিরেক্টর জয়দীপ সাহা ভারত মাতার ছবির সাথে বানরের ছবি যুক্ত করে নিজ ফেইসবুক একাউন্ট এ পোস্ট করেন বলে জানা যায়. তা দেখে যোগী সেনা পারুল প্রকাশনীতে হানা দেয়, এবং দাবি করেন ক্ষমা চাওয়ার জন্য. এদিকে জয়দীপ সাহার অভিযোগ তিনি এই পোস্ট করেননি ওনার একাউন্ট হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service