2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিমানে মনিপুরে গেল ত্রাণ সামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ৩ রা মে থেকে মনিপুরে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, বর্তমানে ২৭ দিন পরও মনিপুরের পরিস্থিতি অস্বাভাবিক ।হৃদয়বিদারক দাঙ্গার ফলস্বরূপ উভয় সম্প্রদায়ের বহু ঘর বাড়ি সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে তাই শিশু থেকে বৃদ্ধ অগনিত মানুষ বাধ্য হয়েছে ত্রান শিবিরে আশ্রয় নিতে।এখনও মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ন বন্ধ। রাস্তায় আটকে আছে অতি আবশ্যক মাল বোঝাই লরি।এমতাবস্থায় মনিপুরের বিভিন্ন সামাজিক সংস্থা গুলির পক্ষ থেকে আবেদন আসছে ত্রান শিবিরে সাহায্য করার জন্য।সময়ের দাবী ও উদ্ভুত পরিস্থিতি অনুযায়ী ত্রিপুরার সম মনোভাবাপন্ন কিছু যুবক-যুবতি মিলে উদ্যোগ নিয়েছে ত্রিপুরা থেকে অতি আবশ্যক নিত্যপ্রয়োজনীয় কিছু ত্রান সামগ্রী বিমানের মাধ্যমে শিবির গুলোতে পাঠানোর। মঙ্গলবার এখান থেকে বিমানে করে পাঠানো হয়েছে প্যাকেট ভর্তি বিভিন্ন ত্রাণ সামগ্রী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service