জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলের দাবীতে পথ অবরোধ করল এলাকার প্রমিলা বাহিনী । বিগত বহু বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের জয়নগর এলাকার লোকজন । এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান থেকে শুরু করে ডি ডব্লু এস দপ্তরকে জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি । ডি ডব্লু এস দপ্তর থেকে গাড়ি করে জল দিলেও জলের অভাব মেটানো যাচ্ছে না।তাছাড়াও জলের গাড়ি প্রায় দিন-ই আসে না বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার জল নেই, জল চাই দাবি তুলে বিলোনিয়া-আগরতলা মুল সড়কে পথ অবরোধে বসে । মুহুর্তের মধ্যেই রাস্তার মধ্যে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল । আটকে যায় দূরপাল্লার যান বাহনও। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিলোনিয়া থানার পুলিশ ও ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান । পরবর্তীতে খুব শীঘ্রই এলাকায় পানীয় জলের আস্বাস পেয়ে পথ অবরোধমুক্ত করে প্রমিলাবাহিনী।
রাজ্য
জলের দাবীতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর
- by janatar kalam
- 2023-05-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this