জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
করবুক আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে করবুক ও শিলাছড়ি ব্লকের মোট ৫ হাজার ৫৮৭ জন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে বার্ধক্য ভাতা পাচ্ছেন ৩ হাজার ১৪৭ জন, বিধবা ভাতা পাচ্ছেন ১১৭ জন ও দিব্যাঙ্গজন ভাতা পাচ্ছেন ৭৫ জন। এছাড়া রাজ্য প্রকল্পে বার্ধক্য ভাতা ১০৭ জন, বিধবা ভাতা ১০ জন, স্বামী পরিত্যাক্তা ভাতা ৬৭ জন, গৃহ পরিচারিকা ভাতা ৪ জন, কন্যা সন্তানের জন্য উৎসাহ ভাতা ১,০২২ জন, বিধবা এবং স্বামী পরিত্যাক্তা ভাতা ৮৬৯ জন, ৪৫ বছর উধু অবিবাহিতা মহিলা ভাতা ১৯ জন, অন্যান্য ভাতা পাচ্ছেন ১৫০ জন।
রাজ্য
২০২৩ করবুক ও শিলাছড়ি ব্লকের ৫,৫৮৭ জনকে সামাজিক ভাতা প্রদান
- by janatar kalam
- 2023-05-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this