2024-12-19
agartala,tripura
রাজ্য

২০২৩ করবুক ও শিলাছড়ি ব্লকের ৫,৫৮৭ জনকে সামাজিক ভাতা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
করবুক আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে করবুক ও শিলাছড়ি ব্লকের মোট ৫ হাজার ৫৮৭ জন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন। এরমধ্যে কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে বার্ধক্য ভাতা পাচ্ছেন ৩ হাজার ১৪৭ জন, বিধবা ভাতা পাচ্ছেন ১১৭ জন ও দিব্যাঙ্গজন ভাতা পাচ্ছেন ৭৫ জন। এছাড়া রাজ্য প্রকল্পে বার্ধক্য ভাতা ১০৭ জন, বিধবা ভাতা ১০ জন, স্বামী পরিত্যাক্তা ভাতা ৬৭ জন, গৃহ পরিচারিকা ভাতা ৪ জন, কন্যা সন্তানের জন্য উৎসাহ ভাতা ১,০২২ জন, বিধবা এবং স্বামী পরিত্যাক্তা ভাতা ৮৬৯ জন, ৪৫ বছর উধু অবিবাহিতা মহিলা ভাতা ১৯ জন, অন্যান্য ভাতা পাচ্ছেন ১৫০ জন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service