2024-12-16
agartala,tripura
রাজ্য

জলবিদ্যুৎ নেই চারদিন প্রতিবাদে অবরোধ প্রধান সড়ক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চার দিন ধরে নেই বিদ্যুৎ ও পানীয় জল। ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে বসে প্রধান সড়ক। অভিযোগ গত ৩০ বছর ধরে পাল্টানো হচ্ছে না বিদ্যুতের ফিডার মেশিন। পানীয় জল ও বিদ্যুতের সমস্যা নিয়ে কৈলাশহর ও ধর্মনগর মূল সড়ক অবরোধ করল ভগবান নগর ৭ নং ওয়ার্ডের ক্ষুব্ধ জনতা। জানা যায় ওই এলাকায় পানীয় জলের বিরাট সংকট রয়েছে। ডিডব্লিউএস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও অভিযোগ বিগত চার দিন ধরে ওই এলাকায় জল সরবরাহ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট দপ্তর । পাশাপাশি বিগত চারদিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে । স্থানীয় মানুষ কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থায় দফায় দফায় জানানোর পরও কর্ণপাত করেনি তথাকথিত কোম্পানির কর্তারা। স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরই প্রতিবাদে রবিবার সকালে ভগবাননগরে ৭ নং ওয়ার্ড এলাকায় কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। এদিকে পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী তবে ডি ডব্লিউ এস দপ্তর কিংবা বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ। দীর্ঘ এক ঘন্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার ইন্সপেক্টর মিকা দারলং এবং কৈলাশহর থানার এস আই উজ্জ্বল চৌধুরী এবং এস আই আশিস পাল সহ এক ঝাক পুলিশ এবং টিএসআর বাহিনী। তারা ক্ষুব্ধ জনতার সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করে আশ্বাস দিয়েছে যে অতিসত্বর সেই বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তর গুলিতে জানাবে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত দেয় রাস্তা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service