2024-11-12
agartala,tripura
রাজ্য

“ডাঙায় বাঘ, জলে কুমির” হায়রে মানুষ তোর কি নেই ভয় : প্রসঙ্গ করোনা

করোনা আতঙ্কের জেরে গোটা বিশ্ব যখন মহামারী রূপ নিয়েছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী লকডাউন এর ঘোষণা দিয়েছিলেন. লকডাউন শুরুর প্রথম দিকে সারাদেশের সাথে রাজ্যের মানুষদের মধ্যে যে সচেতনত পরিলক্ষিত হচ্ছিল তা দেখে ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মুখ্যমন্ত্রী. রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা যখন স্বাভাবিক ছিল রাজ্যের মানুষের মাঝে সচেতনতার লক্ষ্য করা গিয়েছিল ভরপুর, কিন্তু এই মুহূর্তে রাজ্যে যখন করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে মানুষ যেন অবহেলার দিকে ঝুঁকছে. রাজ্যে চলছে পঞ্চম দফার লকডাউন তথা আনলক ওয়ান, দেশের সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে এই আনলক ওয়ান জারি করলেও মানুষ নিজেদের মধ্যে কতটুকু সচেতন সেটাই ধরা পরল আজ জনতার কলমের লেন্সে, রাস্তায় পরিলক্ষিত হচ্ছিল যানজট জনসমাগম এবং শহরের বিভিন্ন দোকানগুলিতে পরিলক্ষিত হয়েছে ব্যাপক ভিড়, বিগত দিনে পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন যে সচেতনতা লক্ষ হয়েছিল মানুষের মধ্যে আজ আনলক ওয়ানে সেই সচেতনতা সেই দায়িত্ববোধ হারিয়ে গেছে মানুষের মধ্য থেকে সেটা বলাই চলে. রাজ্যের এই পরিস্থিতিতে মানুষের এই অসচেতন মনোভাব রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কতটুকু কার্যকরী হবে তা নিয়ে রইল প্রশ্ন অভিজ্ঞ মহলের একাংশের.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service