2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি : প্রদ্যুৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিজেপি। নির্বাচনের আগে এডিসি এলাকায় দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করেনি। উপরন্তু কাস্টমারি ল বিল পর্যন্ত আটকে রেখেছে এডিসি এলাকার। অভিযোগ তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের। উপজাতিদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে এডিসি এলাকায় প্রচারে গিয়ে ডাক ডোল পিটিয়েছিল এডিসি প্রশাসনের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করে দেবে। নির্বাচনী বৈতরণী পার হয়ে সেদিকে কোন ভ্রুক্ষেপ দিচ্ছে না রাজ্য। উপরন্তু ত্রিপুরা স্বশাসিত জিলা পরিষদের কাস্টমারি ল বিল আটকে রেখেছে রাজ্য সরকার। শুক্রবার রাজ্যপালের সাথে দেখা করতে গিয়ে, রাজ্যপালের দেখা না পেয়ে এই অভিযোগ করলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।রাজভবনের সামনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ তিপরা মথার নির্বাচিত বিধায়কদের আটকে দিয়েছে পুলিশ প্রশাসন। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন উপায়ান্তর না দেখে সোজা মাটিতে বসে যান ধরনায়। রাজ্যপাল দেখা না করতে বার্তা দেওয়ায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।বলেন, দেখা নাইবা করুক, দীর্ঘক্ষণ অপেক্ষারত নির্বাচিত বিধায়করা রাজভবনের সামনে ধরনায় বসে রয়েছে, এক গ্লাস জল পর্যন্ত খেতে পায়নি তারা। উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশে যখন সমস্যায় পড়ে সে দেশের নাগরিকরা ভারতে আসেন, তখন তো তাদেরও আশ্রয় দেওয়া হয় , সে জায়গায় নির্বাচিত বিধায়কদের ক্ষেত্রে এমনটা কেন ?প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন আমার খুব কোন কমিউনিটির উপর নয়, যারা আমাদের সঙ্গে এ ধরনের ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে আমি এই কথা বলতে চাই। এদিকে শেষ পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যপালের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে কি কি বিল পেন্ডিং রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ। দাবি জানান, অবিলম্বে সমস্ত বিল পাস করার জন্য। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোনও রকম কারসাজি না করে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরুন আপনারা। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এদিন রাজভবন থেকে ফেরার পথে গান্ধী মূর্তির পাদদেশে বসা টিএসএফ এর ধরনা স্থলে আসেন। প্রদ্যুৎ জানান, কোন জাতির ভাষা নিয়ে অবজ্ঞা করা ঠিক নয়, সঠিক দাবি নিয়েই টিএসএফ আন্দোলন করে যাচ্ছে। আমি তাদের দাবির সমর্থন করি। এদিকে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আসার কিছুক্ষণ পরেই পুলিশ আন্দোলনরত টিএসএফ কর্মী সমর্থকদের গ্রেফতার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service