জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিশেষ ভূমিকা ছিল। ইংরেজদের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে বহু কবিতা গান লিখেছিলেন নজরুল ইসলাম। সেজন্য তাকে বিদ্রোহী কবি বলা হত। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী।রাজ্যস্তরে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আগরতলার নজরুল কলাক্ষেত্রে। সকালে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের সময় কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তার কবিতা গান ও ছড়ার মাধ্যমে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন। সেজন্য তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বলা হত। মুখ্যমন্ত্রী বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন হিন্দু বাঙালি ও মুসলিম বাঙ্গালীদের মধ্যে একটা সেতু বন্ধন। দুই সম্প্রদায়ের মানুষকে একাত্মক করতে নিরলস প্রয়াস চালিয়ে গেছেন গান ও কবিতার মাধ্যমে।সেজন্য তাকে বর্তমানে দুই বাংলার মানুষ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। কাজী নজরুল ইসলাম হিন্দুদের শ্যামা সংগীত ভক্তিগীতি ইত্যাদি গান ও রচনা করেছেন। তিনি আমৃত্যু চেষ্টা করে গিয়েছেন বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে মেলবন্ধন ঘটাতে।বর্তমান প্রজন্ম তাকে অনুসরণ করা এবং তার কাব্যগ্রন্থ গুলি পড়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা ও শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, কর্পোরেটর সুখময় সাহা, কর্পোরেটর মনি মুক্তা ভট্টাচার্য ও তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী প্রমূখ।
রাজ্য
দেশের স্বাধীনতায় নজরুলের ভূমিকা অপরিসীম : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-05-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this