জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর নির্দেশে যানজট মুক্ত করা হবে রাজধানী আগরতলাকে। শীঘ্রই ঘোষণা করা হবে শহরের বিভিন্ন স্থানকে পার্কিং জোন হিসেবে। বৃহস্পতিবার জায়গা পরিদর্শনে বের হয়েছেনএডিশনাল মিউনিসিপাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। এদিন মিউনিসিপাল কমিশনার শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে জায়গা নির্ধারণ করে সংশ্লিষ্ট জায়গাগুলিকে ডেভেলপমেন্ট করা হবে পার্কিংজোনের জন্য। তারপর সে সমস্ত স্থানে শহরে আসা লোকজন যানবাহন পার্কিং করতে পারবে স্বাচ্ছন্দে। তবে এই মুহূর্তেই বলা সম্ভব হচ্ছে না কতগুলি পার্কিং জোন ফ্রি পার্কিং হবে এবং কতগুলি পার্কিং জোন পেইড পার্কিং হবে। সেটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়ে দেওয়া হবে শহরবাসীকে।
রাজ্য
শহর যানজট মুক্ত করতে ছুটছেন কমিশনার
- by janatar kalam
- 2023-05-25
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this