জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যামসুন্দর কোং জুয়েলার্স উদযাপন করলো অক্ষয় তৃতীয়া মেগা ড্র পুরস্কার অনুষ্ঠান। আগরতলা প্রেসক্লাবে আয়োজন করেছে অক্ষয় তৃতীয়া মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত ১লা মে অক্ষয় তৃতীয়ার উৎসবের ভাগ্যবান বিজয়ীদের বাছা হয়েছিল লাকি ড্র এর মাধ্যমে। তিনজন ভাগ্যবান বিজয়ীদের এই অনুষ্ঠানে মেঘা ড্র পুরস্কার তিনটি স্কুটি তুলে দেওয়া হয়। এবছর ভাগ্যবান বিজয়ীরা হলেন পঙ্কজ সাহা, পূর্নিমা দেবনাথ এবং শিপ্রা গোস্বামী। পুরস্কার হিসেবে স্কুটি গুলি তাদের কাছে বিশেষ আনন্দ আর একরাশ খুশি বয়ে নিয়ে এসেছে। প্রত্যেকের কথাতে তাদের আনন্দ ও শ্যামসুন্দর কোং জুয়েলার্সের উন্নত পরিষেবা এবং চমকে ভরা আয়োজনের কথা বারবার উঠে এসেছে। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা সকল ভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং অক্ষয় তৃতীয়া উৎসবে পাশে থাকার জন্য সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ভাগ্যবান বিজয়ীদের হাতে স্কুটিগুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত একই সঙ্গে বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি ত্রিপুরা ও কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি।
রাজ্য
শ্যামসুন্দর কোংজুয়েলার্সের মেগা লাকি ড্র
- by janatar kalam
- 2023-05-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this