2024-12-16
agartala,tripura
রাজ্য

প্রয়াত সিপিআইএম নেতৃত্ব সমির দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত হলেন সিপি আই এম যুব আন্দোলনের অন্যতম নেতৃত্ব সমীর দেব। দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন প্রয়াত দেব। এই অসুস্থতার কারনেই শ্রী দেব গত এক বছর আগে সিপি আই এম মহকুমা কমিটি থেকেও নিজেই অব্যাহুতি দিয়েছিলেন । জানা যায়, সেরিব্রাল স্ট্রোক হয়ে প্রয়াত হয়েছে সমীর দেব। সোমবার তার মরদেহ নিয়ে আসা হয় পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ে। সেখানে দলীয় নেতৃত্বরা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। প্রয়াতের অকালে প্রয়ানে গভির শোক প্রকাশ করেছে সিপি আই এম রাজ্য কমিটির সদস্য পবিত্র কর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service