2024-12-15
agartala,tripura
রাজ্য

রাজধানীর জিবি হাসপাতালে আত্মহত্যা ১ করোনা রোগীর, ঘটনাস্থলে পুলিশ

গতকাল বিকেলে জ্বর ও সর্দি কাশি জনিত রোগের কারণে রাজধানীর জিবি হাসপাতালে ভর্তি করানো হয় বছর পঞ্চাশের এক মহিলাকে. জানা যায় মহিলাটি দীর্ঘদিন ধরেই কিডনিজনিত রোগেও ভুগছিলেন, তাছাড়া হাসপাতালে আসার পর মহিলাটির রক্ত সুয়েব টেস্টের জন্য পাঠানো হয় কিন্তু রিপোর্ট না আসার আগেই আজ ভোর সকাল সাড়ে পাঁচটায় মহিলাটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় জিবি হাসপাতালের বাথরুম থেকে. এই দৃশ্য পরিলক্ষিত করে জিবি হাসপাতালের কর্তৃপক্ষরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে. এই ঘটনাকে ঘিরে জিবি হাসপাতাল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service