2024-11-24
agartala,tripura
রাজ্য

কর্ণাটকের বিধানসভা নির্বাচনী ফলাফল গোটা দেশে বিজেপি বিরোধী একটা বার্তা ছড়াবে : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্ণাটকের বিধানসভা নির্বাচনী ফলাফল গোটা দেশে বিজেপি বিরোধী একটা বার্তা ছড়াবে বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার।এই নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মানিক সরকার জানান ,ভোটে ৬৪ শতাংশ কর্ণাটক বাসী বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই এই পরাজয় শুধু বিজেপিরই নয়, প্রকারান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয়। বিজেপির সংবিধানের উপর আক্রমণ, গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আক্রমণ মানুষ ভালো চোখে নেয়নি। তার মতে,ধর্মান্ধ শক্তি এবং কর্পোরেটদের মধ্যে অশুভ আঁতাত নিয়েও মানুষের ক্ষোভ ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলনেতা আরো জানান , ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলকে বিজেপি বিরোধী‌ ভোট ভাগ রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। যে রাজ্যের যে দল শক্তিশালী তাদেরকেই সেই রাজ্যে সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৩৬ টি, বিজেপি ৬৫ টি ,জেডিএস ১৯টি এবং অন্যান্যরা চারটি আসনে জয়লাভ করে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় দেশের আসন্ন অন্যান্য রাজ্য বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service