জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জল জীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৪ লক্ষ ৬৪ হাজার ৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৫২৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২৭টি, ঊনকোটি জেলায় ১০৯টি, ধলাই জেলায় ২৭টি, খোয়াই জেলায় ১৫০টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫৭টি, সিপাহীজলা জেলায় ৭৫টি, গোমতী জেলায় ৩৫টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।
রাজ্য
রাজ্যের গ্রামীণ এলাকায় ৪৬৪০৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ
- by janatar kalam
- 2023-05-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this