2024-12-19
agartala,tripura
রাজ্য

নাগরিকদের সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য ডাক্তার সহ সকল কর্মীদেরকে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের প্রত্যেক নাগরিককে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার আন্তরিক। আজ উদয়পুর গোমতী জেলা হাসপাতালে পালটানা ওটিপিসি আয়োজিত অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, নাগরিকদের সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য ডাক্তার সহ সকল কর্মীদেরকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওটিপিসির ম্যানেজিং ডিরেক্টর এস এন বদ্রিপাদ। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দু’টি আধুনিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স গোমতী জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই দুটি অ্যাম্বুলেন্স কর্পোরেট সোশ্যাল রেসপন্স ফান্ড থেকে ক্রয় করা হয়। এতে ব্যয় হয়েছে ৫৬ লক্ষ টাকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবব্রায়, বিধায়ক জিতেন্দু মজুমদার, গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল সহ ওটিপিসির উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service