2024-12-18
agartala,tripura
রাজ্য

কংগ্রেস সিপিআইএম মিশে যাবে বিজেপিতে :মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপিতে যখন মানুষ যোগ দিতে শুরু করবে, তখন দেখবেন আর সিপিআইএম কংগ্রেস খুঁজে পাবেন না, সিপিএম কংগ্রেসের যে কজন নেতা রয়েছে তাদের সব বিজেপিতে যোগ দেবে, সেই প্রচেষ্টা করছে দল। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। রাজ্যে কংগ্রেস সি পি আই এম বলে কোনও দল থাকবে না , বর্তমানে যে কজন সিপিআইএম কংগ্রেসের নেতা রয়েছে, তাদের সবাই বিজেপিতে যোগ দেবে। প্রতিবার ভোটের পরেই মানুষের মধ্যে একটা দলত্যাগের হিরিক আসে। এবারও যখন মানুষ বিজেপিতে যোগ দেবে তখন আর সিপিএম কংগ্রেস থাকবে না।একে একে সব নেতারাই বিজেপিতে যোগ দেবে।রবিবার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রাজধানীর রবীন্দ্রভবনে আয়োজিত কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।মুখ্যমন্ত্রী এদিন, সিপিআইএম কংগ্রেসের উপর তীব্র খুব ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে অনেক চক্রান্ত করেছে এই দুইটি দল। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র জনতা যুব মোর্চা ও মহিলাদের কারণে এবার সরকার গঠন করতে পেরেছে। মহিলাদের থ্রি পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি দল। এদিনের কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা সিপিআইএম নেতাদের রীতিমতো তুলোধনা করেন, বলেন কমিউনিস্ট নেতারা নিজেদেরকে একেবারে অচ্ছুত মনে করছে। কেননা সরকার তাদের যখনই কোন অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে, তখনই তারা বয়কট করছে। সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু আসেনি, অনুরূপভাবে কয়েকদিন আগে ভারতবর্ষের শ্রেষ্ঠ এমএলএ হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তারা আসেনি। মুখ্যমন্ত্রী বলেন, এবার ভাবুন তারা মানুষের জন্য কি কাজ করবে। যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রী যুবনেতৃত্বদের হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকৃত নেতা তৈরি হতে গেলে কোন কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে হবে না, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছিল কংগ্রেস ও কমিউনিস্ট নেতৃবৃন্দের। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরি বা কর্মসংস্থান প্রত্যেকের নিজের অধিকার। তার দিকে আমরা অবশ্যই নজর দেব। এ দিনের সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক,বিজেপি সহ-সভাপতি ডাক্তার অশোক সিনহা ,মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরও অন্যান্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service