জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈশাখ মাসের শেষের দিকে রাজ্যের বাজারে প্রচুর পরিমাণে চলে এসেছে সুস্বাদু আম। তবে খুচরা আমের মূল্য বেশি হওয়ায় বিক্রি বাট্টা নেই তেমন। অভিযোগ যেখানে পাইকারি মূল্য প্রতি কেজি ৫০ থেকে৬০ টাকা, সেখানে খুচরা প্রতি কেজি আমের দাম ১২০ থেকে ১৫০ টাকা।বৈশাখের মাঝামাঝি থেকেই রাজ্যের বাজারে সাউথ ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আম আসতে শুরু করে। সমস্যা হল প্রচুর পরিমাণ আম আসলেও খুচরা বিক্রিতে ক্রেতারা অগ্নিমূল্য রাখার ফলে খদ্দেরের দেখা খুবই কম। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে ইতিমধ্যেই প্রচুর পরিমাণ রসালো আম এসে পৌঁছে গিয়েছে। পাইকারি বিক্রেতারা অনেকটা কম দামে বিক্রি করলেও খুচরা বিক্রেতাদের ঠেলায় বাজারে দেখা নেই ক্রেতাদের। তবে এই সময়ে রাজ্যে স্থানীয় কিছু ফল বাজারে চলে আসার ফলে বিক্রি বাট্টা তেমন ভাবে হচ্ছে না বলেই। জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে খুচরা বিক্রেতাদের গলায় আবার অন্য সুর। তাদের মতে বর্তমানে সব আম আসছে মাদ্রাস থেকে। পশ্চিমবাংলার আম যথেষ্ট পরিমাণে না আসার ফলে খুচরা বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত। প্রসঙ্গত বৈশাখ মাসের শেষের দিকেই রাজ্যের বাজারে স্থানীয় আম জাম কাঁঠাল আনারস ইত্যাদি ফসল চলে আসায় বহির রাজ্যের আমের প্রতি ক্রেতা সাধারণের তেমন কোন চাহিদা থাকে না।
রাজ্য
বাজারে এসে গেছে প্রচুর রসালো আম
- by janatar kalam
- 2023-05-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this