আজ সকাল 11:00 টা নাগাদ সবিতা ত্রিপুরা নামে এক গর্ভধারিনীর পরিবার থেকে কল যায় 102 নম্বরের অ্যাম্বুলেন্স পরিষেবায়। কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যায় অ্যাম্বুলেন্স নিয়ে সবিতা ত্রিপুরার বাড়িতে I সাথে সাথে গর্ভধারিনীকে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তখন ঠিক যাওয়ার পথে অ্যাম্বুলেন্স এ কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মালিনা বিশ্বাস এবং ড্রাইভার টিটন দে দেখতে পায় সবিতা ত্রিপুরার প্রসব যন্ত্রনা। তখন মালিনা কিছু রাস্তা অতিক্রম হওয়ার পর রতন নগর (গন্ডাছড়া) ধলাই ত্রিপুরার দুর্গম এলাকাতে তার প্রচন্ড প্রসব ব্যথা শুরু হয় তৎক্ষণাৎ ড্রাইভার অ্যাম্বুলেন্স দাঁড় করান এবং মালিনা বিশ্বাস তার দক্ষতাকে কাজে লাগিয়ে এক পুত্র সন্তান জন্ম দিতে সহায়তা করেন, মালিনা বিশ্বাস জানান অ্যাম্বুলেন্সের মধ্যে সমস্ত রকমের প্রসব যন্ত্রপাতির ব্যবস্থা থাকায় প্রসব করানো সম্ভব হয়েছে I বর্তমানে মা এবং ছেলে দুজনেই সুস্থ অবস্থায় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে আছেন I
পাওয়া যাবে I
রাজ্য
অ্যাম্বুলেন্সে ছেলে শিশুর জন্ম দেন সবিতা ত্রিপুরা
- by prasenjit
- 2020-05-31
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this