জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা জনগণ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার কাছে তাদের সমস্যা, অভাব ও অভিযোগের কথা তুলে ধরেন। তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় সাক্ষাৎ প্রার্থীরা সন্তোষ
প্রকাশ করেন। খোয়াইয়ের কল্যাণপুরের পশ্চিম ঘিলাতলির ১৬ বছরের দেবজিৎ দেবনাথ দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। কৃষিজীবী দুলাল দেবনাথ তাঁর ছেলে দেবজিংকে নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আসেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দুলালবাবু ও দেবজিৎ এর সাথে কথা বলেন। গোমতী জেলার আর কে পুরের রাজনগরের বাসিন্দা মাম্পি মজুমদার (দাস) ও আগরতলার আখাউড়া রোডের বিমল সাহাও এসেছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তারাও কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পেরে সকলেই খুশী।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মাম্পি মজুমদার (দাস), বিমল সাহা সহ অন্যান্য সাক্ষাৎ প্রার্থীদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনে তৎক্ষণাৎ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ জনগণও মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা জানাতে পেরে এবং কোন কোন ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান পেয়ে আপ্লুত। মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
রাজ্য
জনগণের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনে সমস্যা সমাধানে আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
- by janatar kalam
- 2023-05-03
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this