2024-12-19
agartala,tripura
রাজ্য

তপশিলী জাতিভুক্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে BMS পোর্টাল চালু তপশিলী জাতি কল্যাণমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- রাজ্যের তপশিলী জাতিভুক্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিএমএস পোর্টাল চালু করা হয়েছে। আজ তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সচিবালয়ে তাঁর অফিস কক্ষে এই পোর্টলের উদ্বোধন করেন। পোর্টালের উদ্বোধন করে তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ভারত গড়ার দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যেই তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিএমএস পোর্টালটি চালু করা হয়েছে। তিনি জানান, এতদিন এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হতো অফলাইনে আবেদনের মাধ্যমে। আজ থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পরিষেবা চালু হয়েছে। এই বিএমএস পোর্টালের মাধ্যমে রোগী বা তার পরিবার প্রয়োজনীয় সঠিক নথিপত্র সহ পোর্টালে আবেদন করতে পারবেন। তপশিলী জেলা কল্যাণ আধিকারিকস্তরে রোগীদের নথিপত্র বিচার বিশ্লেষণ করার পর খুব দ্রুত আর্থিক সহায়তা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তপশিলী জাতি কল্যাণমন্ত্রী আরও জানান, যে সমস্ত রোগীরা ইতিমধ্যেই চিকিৎসা বাবদ অর্থ ব্যয় করেছেন তাদের ক্ষেত্রেও এই পোর্টালের মাধ্যমে সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি জানান, অনলাইনের বিষয়ে কারোর অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনকারী বা মহকুমা পর্যায়ে তপশিলী কল্যাণ আধিকারিকের সাহায্য নিতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী পোর্টালে ছয় মাসে একবার আবেদন করতে পারবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service