জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ১০০ তম পর্বে পা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত পর্বে আবেগ প্রবন হয়ে পড়েন। ভাষণ রাখেন দেশবাসীর উদ্দেশ্যে। দলীয় নেতৃত্ব চাইছে প্রধানমন্ত্রী এই মন কি বাত যাতে মানুষের মন স্পর্শ করতে পারে এবং এই পর্বের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশে বহু মানুষের সাথে কথা বলেন। এদিন রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মন কি বাত অনুষ্ঠান শোনেন। মন কি বাত অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজভবনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা ও প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার পর জানান, প্রধানমন্ত্রী এদিনো অরাজনৈতিকভাবে সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলেছেন। এদিন প্রধানমন্ত্রী বলেছেন তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রীর ছিলেন তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে জনসংযোগ করতে পারতেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর সাথে জনসংযোগ করতে এই মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বর্তমানে যেভাবে মানুষের সাথে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছেন তা মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থাতেও সম্ভব হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ স্তরে এই অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।
রাজ্য
“মন কি বাত” এর ১০০ তম পর্ব শুনলেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা
- by janatar kalam
- 2023-04-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this