জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রবিবার আগরতলার উজ্জয়ন্ত মার্কেটে একমেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার কর্পারেটার রত্না দত্ত, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারপারসন সমর রায় সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মেগা রক্তদান শিবির পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন নির্বাচনের সময়ে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছিল। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী স্বেচ্ছার রক্তদান শিবিরের জন্য রাজ্যবাসীর কাছে আহবান করেছেন সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদানে এগিয়েছেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন মেগা রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তিনি পাশাপাশি আরো বলেন এই ধরনের রক্তদান শিবির দেখে জনগণ উদ্বুদ্ধ হয়ে রক্তদানে এগিয়ে আসবেন।
রাজ্য
বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে অনেকটাই স্বাভাবিক হয়েছে রক্তের যোগান : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-04-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this