জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গড়িয়া উৎসব এখন সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে। বাবা গড়িয়া শক্তির দেবতা। এক সময় গড়িয়া উৎসব জনজাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ এই উৎসব রাজ্যের সকল জাতি ও জনজাতি অংশের মানুষের উৎসব। আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার আজ স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন করে একথা বলেন। আগরতলা শহরে এ ধরনের একটি উৎসবের আয়োজন করায় মেয়র দীপক মজুমদার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গড়িয়া পূজা রাজ্যের ঐতিহ্যবাহী পূজা। এই পূজা শস্য উৎপাদন, পরিবার, সমাজ ও রাজ্যের কল্যাণে আয়োজন করা হয়। গড়িয়া উৎসব উপলক্ষে আয়োজিত চিরাচরিত খাদ্য উৎসবে মোট ২০টি স্টল খোলা হয়েছে। স্বউদ্যোগী জনজাতি মহিলারা নিজ হাতে তৈরি নানা সুস্বাদু খাবার এই স্টলগুলিতে প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন। এতে রয়েছে চাখুই, বাঙ্গুই, আমের চাটনি, জুস, কেক, পাছড়া, চুড়ি, গয়না, হস্ততাঁত ও হস্তশিল্প সামগ্রী। উৎসবে ৪টি সাংস্কৃতিক দল গড়িয়া ও মামিতা নৃত্য পরিবেশন করে। যা দর্শকদের মন জয় করে নেয়। আস্তাবলস্থিত পানতীয় স্পোর্টিং সোসাইটির উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তর, জনজাতি গবেষণা সংস্থা এবং টিটিএএডিসির যৌথ সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কৃপা সিন্ধু জমাতিয়া ও তার দল। সভাপতিত্ব করেন পানতীয় স্পোটিং সোসাইটির সভাপতি সুভাষ দেববর্মা।
রাজ্য
গড়িয়া উৎসব উপলক্ষে চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন করেন মেয়র
- by janatar kalam
- 2023-04-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this