2024-12-16
agartala,tripura
রাজ্য

রক্তদানের কোন বিকল্প নেই : টিঙ্কু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার উমাকান্ত একাডেমী এন এস এস ইউনিটের স্পেশাল শিবিরে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন উক্ত শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায় পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিন সংবাদ মাধ্যমকে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তস্বল্পতা দূরীকরণে সকলকে এগিয়ে আসার আহবান রেখেছিলেন কেননা রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে অনেক রক্তস্বল্পতা দেখা দিয়েছিল তাই। কিন্তু নির্বাচনের পরে বহু ক্লাব সংগঠন এই রক্তদান উৎসবে মেতে উঠেছেন , তাছাড়া আজ এখানে যারা এন এস এসের ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি এবং আগামীদিনেও এই রক্তদান উৎসব জারি থাকে তার কামনা করেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service