জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বাংলা নতুন বছরকে আমরা সবাই বরণ করে নিয়েছি। বিগত বছরের বিভিন্ন সমস্যাকে দূরে সরিয়ে নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রূপায়ণ করতে হবে। আজ আমবাসা টাউনহলে ধলাই জেলাভিত্তিক বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ আমবাসায় বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী বলেন, নতুন বাংলা বছর সবার জীবনে সুখ ও শান্তি বয়ে নিয়ে আসুক। তিনি বলেন, রাজ্য সরকার সবকা সাথ স্বকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়ণ করে যাচ্ছে। এই কর্মসূচি রূপায়ণে রাজ্যের প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি তিনি বলেন, মা বাবার স্বপ্ন পূরণে আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। এ বিষয়ে তিনি স্বামী বিবেকানন্দের মত ও পথের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বর্ষবরণ উৎসবের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, পুরপরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুমন দেবনাথ, মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মৃদুল দত্ত। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার বরিষ্ঠ তথ্য আধিকারিক তুহিন আইচ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন হারাধন স্মৃতি সংগীত বিদ্যালয়ের শিল্পীগণ। উদ্বোধনী পর্বের পর ধলাই জেলার ৮টি সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে মার্শাল
আর্টও প্রদর্শন করা হয়।
রাজ্য
সরকারের উন্নয়ন কর্মসূচি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রূপায়ণ করতে হবে : সুধাংশু
- by janatar kalam
- 2023-04-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this