জনতার কলম ওয়েবডেস্ক :-
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গত অর্থবছরে দুর্গাচৌমুহনি ব্লকে ৮,৮২৮টি পরিবার উপকৃত হয়েছে। এরমধ্যে ১,১৬২টি পরিবারকে প্রাণীপালনে, ৮৩০টি পরিবারকে মৎস্যচাষে, ৩,৪৯৬টি পরিবারকে বনজ সম্পদ চাষে এ ৩,৩৪০টি পরিবারকে ফল, সব্জি ও অর্থকরি ফসল চাষে সহায়তা দেওয়া হয়েছে। দুর্গাচৌমুহনি ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
রাজ্য
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা দুর্গাচৌমুহনি ব্লকে ৮,৮২৮টি পরিবারকে রাজ্য সরকারের সহায়তা
- by janatar kalam
- 2023-04-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this