2024-12-15
agartala,tripura
রাজ্য

রক্তের মধ্যে কোন জাতি ধর্ম ও বর্ণের ভেদাভেদ থাকেনা : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সোনামুড়ায় রক্তদান শিবির
সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আজ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি রক্তদানের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, অপরকে জীবন দানে রক্তের কোন বিকল্প নেই এবং রক্তের মধ্যে কোন জাতি ধর্ম ও বর্ণের ভেদাভেদ থাকেনা। মুমুর্ষ রোগীদের জীবন দানের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি রক্ত দানে সক্ষম সকল অংশের মানুষকে আহ্বান জানান। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মণ, সমাজসেবী দেব্রত ভট্টাচার্য সিপাহীজলা জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপ কুমার দেববর্মী, সোনামুড়া সি এইচ সি’র ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডা. পার্থ প্রতীম দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনামুড়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী। এই মেগা রক্তদান শিবিরে আজ ৩ জন মহিলা সহ মোট ৩৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service