জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় আজ ছিল মাধ্যমিক নতুন সিলেবাসের অপশন্যাল হই সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ / ভোকেশন্যাল মাদ্রাস আলিম এর থিওলঞ্জি তফসির এবং হার্ডি পরীক্ষা। ত্রিপুরা মাধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে রাজ্যের সবকয়টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল। আজকে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার শেষ দিনে অসদুপায় অবলম্বন করার জন্য কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজ মাধ্যমিক নতুন সিলেবাসের অপশন্যাল সিস্মথ সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ / ভোকেশন্যাল ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের থিওলজি তফসির এবং হাশি পরীক্ষায় ৪,৯২৩ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ছাত্র ২,৩৩১ ও ছাত্রী ২,৫৯২ জন। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ৪৮-৪৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ২,২৮৫ ও ছাত্রী ২,৫৬০ জন। অনুপস্থিতির সংখ্যা ছাত্র ৪৬ ও ছাত্রী ৩২ জন। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৮.৪২ শতাংশ।
রাজ্য
তীব্র দাবদাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষা হলো শান্তিপূর্ণ
- by janatar kalam
- 2023-04-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this