জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বিচারপতি অপরেশ কুমার সিং। তিনি বিচারপতি যশবন্ত সিংয়ের স্থলাভিষিক্ত হলেন। গত ২২ ফেব্রুয়ারি যশবন্ত সিং অবসর গ্রহণ করার পর ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন টি অমরনাথ গৌড়। ত্রিপুরা হাইকোর্টের পথ চলা শুরু হবার পর অষ্টম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অপরেশ কুমার সিং। সোমবার রাজভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে প্রথা মেনে বিচারপতি শ্রী সিং কে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা ও হাইকোর্টের অন্যান্য প্রধান বিচারপতিরা। শপথ গ্রহণের শেষে নতুন প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
রাজ্য
ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বিচারপতি অপরেশ কুমার সিং
- by janatar kalam
- 2023-04-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this