জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট ৫ দফা দাবিতে আবারো রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন ত্রিপুরা সাংগঠনিক কমিটি। দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট স্মারকলিপি পেশ করল সংগঠন। প্রতিনিধি মূলক ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি ও সম্পাদক। অধিকর্তা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের।তাদের দাবি বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে আবেদনকারী সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ সুনিশ্চিত করতে হবে। সরকারি স্কুলে কোন প্রকার ফি নেওয়া চলবে না। শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে। এমন পাঁচ দফা দাবি নিয়ে এদিন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ও সম্পাদক রামপ্রসাদ আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। অধিকতা দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানালেন সংগঠনের সম্পাদক রামপ্রসাদ আচার্য।
রাজ্য
৫ দফা দাবিতে আবারো রাস্তায় নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন
- by janatar kalam
- 2023-04-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this