2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সংগঠন ছাড়া ভোটে জেতা যায় না,গত পাঁচ বছর রাজ্যের সংগঠনই করা যায়নি : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংগঠন ছাড়া ভোটে জেতা যায় না। গত পাঁচ বছর রাজ্যের সংগঠনই করা যায়নি। চারিদিকে ছিল শুধু একটা ভীতির পরিবেশ। একদিকে ভীতির পরিবেশ তৈরি করে এবং অন্যদিকে সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে কাজে লাগিয়ে অনেক টাকা খরচ করে তারা ক্ষমতায় এসেছে। এসব কিছুর মোকাবেলা করেই নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলতে হবে। বুধবার আগরতলা মেলারমাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে সর্বভারতীয় কৃষক নেতা সুনিত চোপড়ার স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার।ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় নেতৃত্ব সুনীত চোপড়া সম্প্রতি প্রয়াত হন। তার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ভানু ঘোষ স্মৃতিভবনে ত্রিপুরা রাজ্য খেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদ আয়োজন করে এক স্মৃতিচারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এছাড়াও ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, পবিত্র কর, রমা দাস সহ আরো অনেকে। সভার শুরুতেই প্রয়াত সুনিত চোপড়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বসহ কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুনিত চোপড়ার জীবনের বিভিন্ন দিক ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সুনিত চোপরা ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তি। তিনি নিচুস্তরে কাজ করতে ভালোবাসতেন। তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service