2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজের দায়িত্বভার গ্রহণ করলেন যুবনেতা নবাদল বনিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে মনোনীত নবাদল বণিককে। যার রাজনৈতিক পরিচয় হলো বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি। বিশালগড় মহকুমার বাসিন্দা নবাদল নিগমের চেয়ারম্যান হিসেবে বিদায়ী চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়ের স্থলাভিষিক্ত হলেন। ছোট্ট এই পার্বত্য রাজ্যে শিল্প প্রায় নেই বললেই চলে। গত পাঁচ বছরে প্রত্যাশা মতো তেমন কোন নতুন শিল্প কারখানা গড়ে ওঠেনি রাজ্যের মাটিতে। এই জায়গায় নিগমের নতুন চেয়ারম্যান হিসেবে কাজটা অনেকটা চ্যালেঞ্জের যুবনেতা নবাদলের। রাজ্যেlর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন চেয়ারম্যান হিসেবে তার প্রতিই আস্থা রাখল। সরকারিভাবে নিগমের চেয়ারম্যান হিসেবে নবাদলের নাম ঘোষণা করার পর, বুধবার আনুষ্ঠানিকভাবেই নিজের দায়িত্বভার গ্রহণ করলেন যুবনেতা শ্রীবনিক। এদিন দায়িত্বভার গ্রহণ করার পর নিগমের আধিকারিকরা তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service