2024-12-16
agartala,tripura
রাজ্য

ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ উদয়পুরে ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে এসে কেন্দ্রীয়মন্ত্রী পূজা দেন ও সন্ধ্যা আরতিতে অংশ নেন। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীকে ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রতিকৃতি তুলে দিয়ে স্বাগত জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত লোধ।
ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শনের সময় প্রসাদ প্রকল্পে নির্মিত মন্দিরের কাজের অগ্রগতি প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয়মন্ত্রী শ্রী রেড্ডির কাছে তুলে ধরা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয়মন্ত্রী শ্রী রেডিড বলেন, সমগ্র ভারতবর্ষ থেকে পুণ্যার্থীরা ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শন করতে আসেন। পুণ্যার্থীদের ন্যূনতম সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্য সরকারের সহযোগিতায় প্রসাদ প্রকল্পে পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service