2024-12-16
agartala,tripura
রাজ্য

জিবিপি হাসপাতালে সফল ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নাক, কান
ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত জটিল ও সুক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে আবারও সফলভাবে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারী সম্পন্ন করলেন। আগরতলার ক্যাম্পের বাজার এলাকার প্রতিক্ষা সরকার নামে এক শিশু জন্মগত মুক ও বধির ছিল। আগরতলা এজিএমসি অ্যান্ড টিবিপি হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকগণ গত ১ এপ্রিল শিশুটির আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপচার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। এই অস্ত্রোপচারে চিকিৎসকরা খুবই উন্নতমানের ইলেকট্রনিক্স ডিভাইস মাথার খুলির ভিতরে মস্তিষ্কের খুব কাছে প্রতিস্থাপন করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের এডিআইপি এই ইমপ্ল্যান্টটি সরবরাহ করে থাকে। এই ইমপ্ল্যান্টটির মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। সার্ভিকেল টিমে মেন্টর সার্জন ছিলেন নাক, কান ও গলা বিভাগের সার্জন প্রফেসর ডঃ অমিতাভ রায় চৌধুরী এবং নাক, কান ও গলা বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক বিপ্লব নাথ। এনেসথেসিওলজিস্ট ছিলেন ডঃ অনুপম চক্রবর্তী। এছাড়াও অস্ত্রোপচারে এটি স্টাফ নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। অস্ত্রোপচারের পর বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক আছে। এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে ইএনটি বহির্বিভাগে প্রতি শুক্রবার ককলিয়ার ইমপ্লান্ট ক্লিনিকের সুবিধা রয়েছে। এই সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service