জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের জন্য ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত রাজধানী শহরগুলি পরিক্রমা করতে একটি প্যান নর্থ ইস্ট কার র্যালির আয়োজন করে। কার র্যালি, “পূর্বোত্তর ভারত পরিক্রমা”, পশ্চিমবঙ্গের কলকাতা ফোর্ট উইলিয়ামস থেকে শুরু হয়ে উত্তর-পূর্ব ভারতের সমস্ত সেভেন সিস্টারস অ্যান্ড ওয়ান ব্রাদার রাজ্যের মধ্য দিয়ে যাত্রা করবে। এই উদ্যোগের লক্ষ্য হল যুব, মুক্তিযোদ্ধা, বীরত্ব পুরস্কার বিজয়ী এবং আরও অনেকের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করা এবং ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলা। গত ২২ মার্চ র্যালিটি পতাকা নেড়ে সূচনা করেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা, জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড। এখন পর্যন্ত ত্রিপুরা সহ মোট আটটি রাজ্য পরিদর্শন করে এই কার র্যালি। মেঘালয়ে গিয়ে শেষ হবে র্যালিটি। বর্তমানে র্যালিতে অংশগ্রহণকারীরা অবস্থান করছেন আগরতলায়। শনিবার রাজ্য সরকারের পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় কার র্যালিতে অংশগ্রহণকারী সদস্যরা আলবার্ট এক্কা পার্ক, আগরতলায় মুক্তিযোদ্ধা এবং পতিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৫০০০ কিলোমিটার পরিক্রমা করবে এই রেলি। এই র্যালিটির মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তনীদের কাছে পৌঁছানো। এরই অঙ্গ হিসেবে প্রাক্তনদের পাশাপাশি বীর শহীদদের পরিবারের লোকজনের সম্মাননা প্রদান করে।
	রাজ্য
	
আগরতলায় মুক্তিযোদ্ধা এবং পতিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- by janatar kalam
- 2023-04-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this