জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত বিশ্ব স্বাস্থ্য দিবস। বেসরকারিভাবে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে দিবসটি উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক পদযাত্রা। শুক্রবার সকালে রাজধানী রাজবাড়ী প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন বিধায়ক চিকিৎসক দিলীপ কুমার দাস, হেপাটাইটিস ফাউন্ডেশন এর অন্যতম কর্মকর্তা ডঃ প্রদীপ ভৌমিক সহ আরো বিশিষ্ট জনেরা।স্বাস্থ্যই মানুষের মূল সম্পদ। আর এই সম্পদ সুরক্ষিত রাখা প্রত্যেকেরই অন্যতম কর্তব্য ও কাজ। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য মানুষকে বেশি করে সচেতন করে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৭ এপ্রিল দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করে। তাই প্রতিবছরই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে এই দিনটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। এবছর বিশ্বস্বাস্থ্য দিবসে মূল ভাবনা হল সবার জন্য স্বাস্থ্য। আর এই স্লোগানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। পদযাত্রায় অংশ নিয়ে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, মানুষকে সুস্থ রাখতে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে থাকেন স্বাস্থ্যকর্মীরা। যখনই মানুষ অসুস্থতা বোধ করেন তখন স্বাস্থ্যকর্মীরায় সঠিক পরিষেবা দিয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। তাই আজকের দিনে সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য হলেন স্বাস্থ্যকর্মীরা।
রাজ্য
মানুষকে সুস্থ রাখতে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে থাকেন স্বাস্থ্যকর্মীরা : মন্ত্রী টিংকু রায়
- by janatar kalam
- 2023-04-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this