2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এমজিএন রেগায় মনু ব্লকে ১৩,৮৭,৫৭৪ শ্রমদিবস সৃষ্টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধলাই জেলার মনু ব্লকে এমজিএন রেগায় গত অর্থবছরে ১৩ লক্ষ ৮৭ হাজার ৫৭৪ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এজনা বায় হয়েছে ২৯ কোটি ৪১ লক্ষ ৬৫ হাজার ৬৮৮ টাকা। তাছাড়া জেলার ছামনু ব্লকে গত অর্থবছরে এমজিএন রেগায় ১০ লক্ষ ১৮ হাজার ৬২০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এজনা বায় হয়েছে ২১ কোটি ৫৯ লক্ষ ৫৪ হাজার ৪৪০ টাকা। জেলার এই দুই ব্লকে এমজিএন রেগায় কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন স্থায়ী সম্পদ গড়ে তোলা হয়েছে। ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service