জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালির বারো মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল বাসন্তী পুজো | চৈত্র সংক্রান্তিতে মেধস মুনির আদেশে মহারাজ পরীক্ষিত এই পুজো করেছিলেন |বাসন্তী পূজার তিথি অনুযায়ী বুধবার মহা অষ্টমী তিথিতে রাজধানী আগরতলা শহরের দুর্গাবাড়িতে জাকজমক পূর্ণভাবে পুজো হয়৷৷ ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়৷ হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত৷ রাজধানী আগরতলা শহরের দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মত এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ বুধবার ছিল মহা অষ্টমী। এই মহা অষ্টমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়৷ পুরোহিত জানিয়েছেন প্রতিবছরের মত এবছরও দুর্গা বাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে৷গত সোমবার বোধনের মধ্য দিয়ে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়৷ আজ মহা অষ্টমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে৷ বৃহস্পতিবার মহানবমী। শুধু দুর্গা বাড়িতে নয় রাজ্যের বিভিন্ন ক্লাবেও আশ্বিন মাসের দুর্গা পুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বেশিরভাগ ক্লাবেই মহিলাদের দ্বারা বাসন্তী পূজা পরিচালিত হচ্ছে৷ বাসন্তী পূজাকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের ঘাটতি পরিলক্ষিত হয় নি৷ নিয়ম নিষ্ঠা মতই বাসন্তী পুজো চলেছে রাজ্যের প্রতিটি পুজো মন্ডপে। আর এই পুজোকে ঘিরে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
রাজ্য
প্রথা মেনে রাজ অন্য আমলের দুর্গা বাড়িতে হল বাসন্তী পূজা
- by janatar kalam
- 2023-03-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this