2024-12-19
agartala,tripura
রাজ্য

কুমারি মধুতি রূপশ্রী শহীদান দিবস পালিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৪৯ সালের ১৪ চৈত্র দিনটিতে খোয়াই এর পদ্মবিলে রাজ্যের প্রথম তিন নারী কুমারী মধুতি রূপশ্রী মিলিটারির গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন। এরপর থেকেই প্রতিবছর এই দিনটিকে কুমারি মধুতি রূপশ্রী শহীদান দিবস হিসেবে উদযাপন করে আসছে সিপিআইএম। এবারও তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তেই নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি উদযাপন করলো সিপিআইএম দলের নেতা কর্মী সমর্থকরা। এদিন সকালে কেন্দ্রীয়ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠস্থিত পার্টির রাজ্য কার্যালয়, দশরথদেব স্মৃতি ভবনে।অপরদিকে প্যারাডাইস চৌমুহনীতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেছে নারী নেত্রীরা। সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মৃতিতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরন দেববর্মা, কৃষক নেতা শ্যামল দে সহ আরো অনেকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service