2024-11-25
agartala,tripura
রাজ্য

১১ দফা দাবিকে সামনে রেখে গণডেপুটেশন সি আই টি ইউর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। বিরোধী দল সমর্থিত শ্রমজীবী অংশের মানুষের উপর দৈহিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবিকে সামনে রেখে সংগঠন এবার গণডেপুটেশন প্রদান করল শ্রম দপ্তরের কমিশনারের নিকট। তাদের দাবি অবিলম্বে শ্রমজীবীদের উপর হামলা হুজ্জতি বন্ধ করা, কর্মচ্যুতদের পুনর্বাহাল, সন্ত্রাস বন্ধ করে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনা, আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফে ক্ষতিপূরণ প্রদান, শ্রমজীবীদের উপর তোলাবাজি বন্ধ করা ইত্যাদি। এই দাবিগুলিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম জেলা কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে শ্রম ভবনের সামনে মিলিত হয়। পরে এক প্রতিনিধি দল কমিশনারের নিকট মিলিত হয়ে তাদের দাবী সনদ তুলে দেন। এদিকে শ্রমভবনের সামনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনোত্তর সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার জন্য প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ দাবি করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত, পাঞ্চালি ভট্টাচার্য, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস প্রমূখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service