2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রয়াত চারজন বিধানসভা সদস্যের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ প্রয়াত প্রাক্তন মন্ত্রী চাউকুমার রিয়াং, মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য রাধারমন দেবনাথ এবং প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত চারজন বিধানসভা সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করেন। আজ বিধানসভা অধিবেশনে উপস্থিত সব সদস্যগণ তাদের প্রয়াণে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী দ্রাউকুমার রিয়াং এবছর ৫ ফেব্রুয়ারি, প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মা এবছর ১ জানুয়ারি, প্রাক্তন বিধায়ক রাধারমন দেবনাথ গত ২০ ফেব্রুয়ারি এবং প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকার ২০২২ এর ২ ডিসেম্বর শেষ নিশ্বাস
ত্যাগ করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service